রুম্মানের এবারের অতিথি সাদিয়া আয়মান

টাইমস রিপোর্ট
1 Min Read
রুম্মান রশিদ খান ও সাদিয়া আয়মান। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সাংবাদিক ও উপস্থাপক রুম্মান রশিদ খানের পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। এর ১ম পর্বে ছিলেন মেহজাবীন চৌধুরী। যে পর্বের বেশ কিছু অংশ মিলিয়ন ভিউ হয় সামাজিক মাধ্যমে।

অনুষ্ঠানটির ২য় পর্ব প্রচার হবে শনিবার (৯ আগস্ট) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। অতিথি হিসেবে থাকছেন এ প্রজন্মের জনপ্রিয় ও গুণী অভিনেত্রীদের মধ্যে অন্যতম সাদিয়া আয়মান।

‘উৎসব’ চলচ্চিত্রের পর সব শ্রেণীর দর্শকের কাছে তিনি আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছেন। জনপ্রিয়তাও বেড়েছে দ্বিগুণ। সামাজিক যে কোনো আন্দোলনে বরাবরই সক্রিয় থাকেন তিনি। তবে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট শো’তে এসে প্রায় ১২০ মিনিট সাদিয়া আয়মান এমন অনেক কথা বলেছেন, যা তিনি আগে কখনো কোনো শো তে বলেননি বা এতটা খোলামেলাভাবে বলেননি। কিছুদিন আগে সামাজিক মাধ্যমে নির্মাতা রেদওয়ান রনি সাদিয়া আয়মানকে প্রশ্ন করেন, বিয়ে কবে করছেন? এই প্রশ্নের প্রসঙ্গ ধরেই সাদিয়া আয়মানের বিয়ে নিয়ে বিস্তারিত কথা হয় পডকাস্ট শো’তে।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *