রুম্মানের অতিথি আফজাল হোসেন

টাইমস রিপোর্ট
2 Min Read
রুম্মান রশিদ খান ও আফজাল হোসেন

প্রথমবারের মত কোনো পডকাস্টে অংশ নিয়েছেন একুশে পদকে ভূষিত, বরেণ্য অভিনয়শিল্পী ও নির্মাতা আফজাল হোসেন। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৮ম পর্বে অতিথি হয়ে আসছেন তিনি। এই পর্বটি প্রচার হবে শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পডকাস্টে আফজাল হোসেন কথা প্রসঙ্গে বলেন, রায়হান রাফীর ‘তান্ডব’ সিনেমায় শুরুতে তিনি অভিনয় করতে চাননি। পরবর্তীতে বন্ধু ফরিদুর রেজা সাগরের অনুরোধে তিনি পুনবির্বেচনা করেন। যদিও শেষ পর্যন্ত ‘তান্ডব’ সিনেমায় অভিনয়ে অভিজ্ঞতা সুখকরই হয়েছে।

চিত্রনায়ক শাকিব খানকে ‘লক্ষ্মী ছেলে’ সম্বোধন করে আফজাল হোসেন বলেন, ক্যারিয়ারের ২৬ বছর পার করার পরও শাকিব খানের প্রতিনিয়ত দর্শকদের কাছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার তাড়না আমাকে মুগ্ধ করে।

ভীষণ ইতিবাচক মানুষ আফজাল হোসেন পডকাস্টে বলেন, ‘আমাদের সমাজে এখন প্রেম থাকিতেও প্রেমহীন, অল্পতেই অসন্তুষ্ট হওয়া মানুষের সংখ্যা প্রচুর। অনেকের জীবনে কোনো কিছু নিয়ে মুগ্ধতা নেই, নেই বিস্ময়। সুখের জন্য কাঙালিপনা নেই। কৃতজ্ঞতকার সাথে প্রাপ্তির আনন্দ এখন আর কেউ স্বীকার করেনা। বেঁচে থাকার অসাধারণত্ব অনুভব করেনা। কিছু মানুষ জীবন কাটায়, জীবন তাদের ভাবায় না। আমরা কাছের মানুষকেও ধন্যবাদ জানাতে ভুলে যাই’।

তিনি আরও বলেন, ‘এই শহরে এসেছিলাম বহু দূরের একটা গ্রাম থেকে। যেখানে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যা নামলে ঘরে ঘরে জ্বলে উঠতো হ্যারিকেন। তখন সে হ্যারিকেনের স্বল্প আলো কখনোই মিটমিটে মনে হয়নি।নিজেদের বাড়ি ঘর ছাড়াও যে কোনো দিকে যাবার পথকে মনে হয়নি অন্য কারো পথ ধরে হাঁটছি। একটা পুকুরে ঝাপ দিতে ইচ্ছা হওয়া মাত্র ঝাপ দিয়ে পড়া যেতো। পুরো গ্রামটাকে মনে হতো নিজের। যে কোনো উৎসবে সবাই হৈ হৈ করে একত্রিত হয়ে যেতো। কখন, কাকে কি করতে হবে, তা বলে দেয়নি কেউ। তখন মানুষের মনে স্বস্তি ছিল, শান্তি ছিল’।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *