রিমান্ড শেষে কারাগারে পলক

টাইমস রিপোর্ট
1 Min Read
সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে পুলিশ আদালতে উপস্থাপন করে। ছবি: ফোকাস বাংলা

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

রাজধানীর বাড্ডা থানার আব্দুল জব্বার সুমন হত্যা মামলায় পলককে দুই দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। গত ২৩ এপ্রিল পলকের দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত। এ আদেশের ভিত্তিতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ হেফাজতে নিয়ে তাকে দুদিন জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। জিজ্ঞাসাবাদে পলক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়ে তদন্ত কর্মকর্তা বৃহস্পতিবার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট সন্ধ্যায় গুলিতে নিহত হন আব্দুল জব্বার সুমন। তিনি বাড্ডা থানাধীন মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে বাসায় ফিরছিলেন। এসময় অজ্ঞাতপরিচয় আসামিদের গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় সুমনের মা নাজমা বেগম বাদী হয়ে মামলা করেন। এজাহারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি জুনাইদ আহমেদ পলক।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *