রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাম রাজনীতি করা শিক্ষার্থীদের মধ্যেও ছাত্র শিবির ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
অনলাইনে শিবিরের কর্মকাণ্ডের বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে যত জনসংখ্যা আছে তার চেয়ে বেশি শিবিরের বট আইডির সংখ্যা।’
বৃহস্পতিবার বিকালে রাবির পরিবহন মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমানউল্লাহ।
তিনি বলেন, ‘কোনো এলাকায় যদি শিবিরের ১০ জন লোক থাকে এবং সভাপতি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট দেয় তাহলে ১০ হাজার লোক কমেন্ট করে। আমার কথা হলো এই লোকগুলো কি জান্নাত থেকে আসে? নাকি জাহান্নাম থেকে ছুটি নিয়ে আসছে তা আমরা জানি না। তাই আপনাদের যতগুলো লোক আছে তাদের প্রদর্শন করার আহ্বান করছি। অন্তরালে থেকে অন্তর্নিহিত বয়ান আর দিয়েন না। এই রাজনীতি বাংলাদেশের শিক্ষার্থীরা আর গ্রহণ করছে না।’
রাবির ছয়টি হলে কেন ছাত্রীদের কমিটি দেওয়া হয়নি?-এমন প্রশ্নের উত্তরে আমানউল্লাহ বলেন, ‘এটি এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে দুই-তিনটা লেয়ারে একটি দল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। রাবির রাজনীতি অন্যান্য ক্যাম্পাস থেকে সম্পূর্ণ আলাদা। রাবির হলের প্রভোস্টরা ছাত্রীদের ডেকে নিয়ে ইসলামী ছাত্রী সংস্থা করার জন্য চাপ প্রয়োগ করেন।’
যারা ছাত্রদলে আসতে চায়, তারা নির্দিষ্ট একটি দলের ভয়ে সামনে আসতে পারছে না বলেও অভিযোগ তার।