ভারতের রাজস্থানের ঝালওয়ার জেলার একটি সরকারি বিদ্যালয়ের ছাদ ধসে বহু শিশু শিক্ষার্থী হতাহত হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই’কে উদ্ধৃত করে প্রভাবশারী গণমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়, শুক্রবার সকালে বিদ্যালয়ের একাংশ ধসে পড়ে। প্রাথমিকভাবে চারজন শিশু নিহত এবং ১৭ জন আহত হয়েছে বলে জানা গেছে।
সমাজ মাধ্যম এক্স-এ দেওয়া পিটিআই ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। এতে দেখা যায়, শিক্ষক ও স্থানীয়রা ধ্বংসস্তুপ থেকে শিশুদের উদ্ধার করছেন। হাসপাতালে অনেক আহত শিশুর বিছানা যন্ত্রণায় কাতরাচ্ছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।
পিটিআই বলছে, ঝালওয়ার জেলার মানোহরথানা ব্লকের পিপলোদী সরকারি স্কুলে শিশুরা যখন সকালের প্রার্থনার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন ওই দুর্ঘটনা ঘটে।
ঝালওয়ারের পুলিশ সুপার অমিত কুমার জানান, চারজন শিশু নিহত হয়েছে এবং ১৭ জন আহত। ১০ জনকে ঝালওয়ার হাসপাতালে পাঠানো হয়েছে, এর মধ্যে তিন থেকে চারজনের অবস্থা গুরুতর।
শিক্ষা মন্ত্রী মদন দিলাওয়ার জানান, ঘটনার তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেন এবং শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পিপলোদী গ্রামে দুর্ঘটনাবশত একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। আমি জেলা কালেক্টর এবং শিক্ষা কর্মকর্তাকে চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।’
ঝালওয়ারের মানোহরথানা পুলিশ স্টেশনের সার্কেল ইন্সপেক্টর নন্দকিশোর জানান, গুরুতর আহত দুই শিক্ষার্থীকে বিশেষ চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। এছাড়া ছয়জন এসআরজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঝালওয়ারের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট আহত শিশুদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।