রাজশাহীতে বিপিএল করার পরিকল্পনা বিসিবির

টাইমস স্পোর্টস
2 Min Read
রাজশাহীতে টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উদযাপনে মাহবুব আনাম ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

ঢাকা, চট্টগ্রাম; দুই ভেন্যুতে শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। পরবর্তীতে তৃতীয় ভেন্যু হিসেবে যুক্ত করা হয় সিলেটকে। কিন্তু এরপর আর নতুন কোনো মাঠে হয়নি বিপিএলের খেলা। যদিও প্রায়ই গুঞ্জন শোনা যেত, বরিশাল কিংবা রাজশাহীর মাঠ হতে পারে বিপিএলের চতুর্থ ভেন্যু। কিন্তু সেই পরিকল্পনা আলোর মুখ দেখেনি। তবে রবিবার বিসিবি পরিচালক ও বিপিএলের নবনিযুক্ত গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবুল আনাম ইঙ্গিত দিয়েছেন রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম হতে পারে বিপিএলের চতুর্থ ভেন্যু।

টেস্ট ক্রিকেটেরর স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বিসিবি। সেই ধারাবাহিকতায় টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উদযাপিত হচ্ছে রাজশাহীতে। সেখানে বিসিবি সভাপতির সাথে উপস্থিত ছিলেন মাহবুব আনাম। বিসিবির গ্রাউন্ডস কমিটির দায়িত্বে থাকা এই পরিচালক সংবাদমাধ্যমকে জানান, ক্রিকেটকে ঢাকার বাইরে ছড়িয়ে দিতে বড় ম্যাচগুলো রাজশাহীর মতো ভেন্যুতে তারা আয়োজন করতে চান।

মাহবুব আনাম বলেন, ‘রাজশাহী বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ করেছিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হয়েছে, তারপর তেমন বড় খেলা এখানে হয়নি। এ বছর ইমার্জিং দলের খেলা আয়োজন করেছি। আমরা খেলাটাকে ঢাকার বাইরে সব জায়গায় ছড়িয়ে দিতে চাই।’

বিপিএলের সম্ভাব্য চতুর্থ ভেন্যু হিসেবে কতটা এগিয়ে রাজশাহী? এমন প্রশ্নের জবাবে এই বিসিবি পরিচালক আরো বলেন, ‘দর্শকদের উৎসাহ, খেলোয়াড়দের উৎসাহ তা না হলে বর্ধিত করা যাবে না। আন্তর্জাতিক পর্যায়ে খেলা আয়োজনের জন্য আরও কিছু উন্নতির দরকার, এজন্য আমরা এনএসসিকে কিছু প্রস্তাবনা দিয়েছি। আমি আশা করছি এনএসসি এগুলো হাতে নেবে। এবং আগামী বছরের কোনো সময় থেকে এর চেয়েও বড় আন্তর্জাতিক খেলা বা বিপিএলের খেলা আমরা দেখতে পারব।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *