রাজশাহীতে জুলাই হত্যা মামলাসহ ৯ মামলায় অভিযোগপত্র দিল পুলিশ

টাইমস রিপোর্ট
2 Min Read

রাজশাহীতে জুলাই আন্দোলনের সময় নিহত দুই শিক্ষার্থীসহ মোট ৯টি মামলায় ৫২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। মামলাগুলো তদন্ত করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক বলেন, ‘গত কয়েক দিনে ৯টি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বুধবার কোনো অভিযোগপত্র দাখিল হয়নি।’

তিনি বলেন, ‘রাজশাহীতে জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম শহীদ হন। আলী রায়হান হত্যা মামলায় ১১৭ জন ও সাকিব আনজুম হত্যা মামলায় ১২৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। বাকি সাতটি মামলায় ২৮৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।’

ডিবির মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘আমরা গুরুত্ব সহকারে মামলাগুলো তদন্ত করেছি। অভিযোগপত্রে প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল প্রমাণসহ বিভিন্ন সূত্রের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। হত্যা ছাড়াও হামলা, ভাঙচুর, বিস্ফোরক ও অস্ত্র আইনে আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।’

ডিবির তদন্ত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলি চালায়। আলুপট্টিতে আহত আলী রায়হান ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় তার ভাই রানা ইসলাম ১৯ আগস্ট বোয়ালিয়া মডেল থানায় ৫০ জনকে নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১ হাজার ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

অপরদিকে, একই দিনে সাকিব আনজুম আলুপট্টিতে আহত হন। তার বাবা মাইনুল হক ২৪ আগস্ট বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন। সাকিব আনজুম হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে। এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৪২ জনকে আসামি করা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *