রাজশাহীতে জাপা কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

টাইমস ন্যাশনাল
1 Min Read

রাজশাহীর গণকপাড়া এলাকায় শুক্রবার গভীর রাতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে সাহেববাজার জিরো পয়েন্ট থেকে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’, ‘আমার ভাইকে মারলো কেন, ক্যান্টনমেন্ট জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন।

এরপর সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সহযোগীদের সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে।

মিছিলটি সাহেববাজার এলাকা ঘুরে গণকপাড়া মোড়ে পৌঁছালে কয়েকজন কর্মী জাতীয় পার্টির অফিসে হামলা চালায়। তারা দরজা ও অফিসকক্ষ ভাঙচুর করে ভেতরের আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে। কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *