রাজনৈতিক দলের সঙ্গে বিডার মতবিনিময়

টাইমস রিপোর্ট
2 Min Read
রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সেখানে তিনি চট্টগ্রাম বন্দরসহ সকল উন্নয়ন কাজে  জাতীয় স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার প্রধান কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। মোট ১৮টি রাজনৈতিক দলকে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশে টেকসই বিনিয়োগ পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে নীতিগত ধারাবাহিকতা, চলমান সংস্কার কার্যক্রম এবং এর সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের পরামর্শ ও সুপারিশ গ্রহণের জন্যই এ মতবিনিময় বলে জানান কর্মকর্তারা।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি, নাগরিক ঐক্য, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় আশিক চৌধুরী বলেন, ‘বিনিয়োগ ও কর্মসংস্থান বাংলাদেশের জাতীয় স্বার্থ, এটি দলীয় বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে। আমাদের দেশে বিনিয়োগের ক্ষেত্রে নানামুখী সংকট রয়েছে।’

তিনি রাজনৈতিক নেতাদের আশ্বস্ত করে বলেন, ‘চট্টগ্রাম বন্দর আমাদের সমগ্র বাংলাদেশের বন্দর। এটাকে বিশ্বমানের একটি বন্দরে আমরা রূপান্তরিত করতে চাই কিন্তু সবার আগে জাতীয় স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না। জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না।’

সভায় বিডার কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন দেন বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান রচি।

সভায় বাংলাদেশে বিনিয়োগে চিহ্নিত পাঁচটি সমস্যা সমাধানে বিডা ইতোমধ্যে কী কী পদক্ষেপ নিয়েছে এবং দীর্ঘমেয়াদি কী কী পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে সেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোকে জানানো হয় এবং তাদের মতামত জানতে চাওয়া হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *