রাজধানীর আগারগাঁওয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ

টাইমস রিপোর্ট
2 Min Read
জুলাই আন্দোলনে আহতদের প্রতিবাদে কিছুদিন আগে বন্ধ হয়ে গিয়েছিল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। ছবি: ফেসবুক পেজ
Highlights
  • জুলাই আন্দোলনে আহতরা দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন সময় শিশুমেলার আশেপাশে আগারগাঁও সড়কে অবরোধ করেন। এছাড়া সংস্কারের প্রশ্নে গত মে মাসে এনবিআর কর্মকর্তা ও কর্মচারীরা অবরোধ করলে সংশ্লিষ্ট ভবনে সেনা বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।  

 

রাজধানীর শেরেবাংলা নগরের শিশুমেলা থেকে আগারগাঁও রোডের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয় ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য এই নির্দেশনা কার্যকর হবে।

এতে বলা হয়েছে, ‘শেরেবাংলা নগর থানার অন্তর্গত শিশুমেলা থেকে আগারগাঁও রোডে অবস্থিত এনবিআর কার্যালয়, বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) কার্যালয় এবং আশেপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’

জুলাই আন্দোলনে আহতরা দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন সময় শিশুমেলার আশেপাশে আগারগাঁও সড়কে অবরোধ করেন। এছাড়া সংস্কারের প্রশ্নে গত মে মাসে এনবিআর কর্মকর্তা ও কর্মচারীরা অবরোধ করলে সংশ্লিষ্ট ভবনে সেনা বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।

ডিএমপি জানিয়েছে, ‘জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে’ রোববার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগারগাঁও সড়কে জারি করা ওই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এর আগে ৯ জুন থেকে একই ক্ষমতাবলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে ডিএমপি।

এছাড়া ‘জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে এই নিষেধাজ্ঞার আওতায় সচিবালয় এবং যমুনা ও আশপাশের এলাকার মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড বলে জানানো হয়েছিল।

এছাড়া ১০ মে ও ১৩ মার্চ এক গণবিজ্ঞপ্তিতে একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এসব গণবিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার অস্থায়ী বাসভবন ‘যমুনার’ আশপাশের এলাকা হিসেবে শাহবাগেও সভা-সমাবেশ নিষিদ্ধ বলে উল্লেখ করা হয়েছিল।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *