রাজধানী ঢাকার প্রায় অর্ধেক অংশ লোডশেডিংয়ের কবলে পড়েছে। নারায়ণগঞ্জে জাতীয় পাওয়ার গ্রিড বিকল হওয়ায় এর সূতপাত বলে জানা গেছে। ফলে রামপুরায় সঞ্চালন লাইনে সমস্যার কারণে রাজধানীর অনেক স্থানে বিদ্যুৎ নেই। মেরামতে কাজ করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি)।
রাজধানীর গুলশান, বনানী, হাতিরঝিল, মগবাজার, কারওয়ান বাজার, সেগুনবাগিচা, রাজাবাজার, ফার্মগেট, মগবাজার, মধুবাগ, বকশিবাজার, বাসাবোসহ বিভিন্ন এলাকায় একযোগে বিদ্যুৎ নেই। রাত ৯টা ৫০ মিনিটে একযোগে বিদুতবিচ্ছিন্ন হয় রাজধানীর অনেকটা অংশ।
পিজিসিবি গণমাধ্যমকে জানিয়েছে, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে রাত ৯টা ৫০ মিনিটে আকষ্মিক কারিগরি ত্রুটির কারণে ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে বিচ্যুতি ঘটে।
পাওয়ার গ্রিডের প্রকৌশলীরা দ্রুত সমস্যা সমাধানে কাজ করছেন বলেও জানায় প্রতিষ্ঠানটি।
রোববার রাত ১১টা ১৫ মিনিটে টাইমস অব বাংলাদেশের প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা শহরের একাংশ বিদ্যুতহীন থাকে। পরে রামপুরার গ্রিড সাবস্টেশনে সৃষ্ট ত্রুটি মেরামত করে বিদ্যুৎ সরবরাহ শুরু করে পিজিসিবি। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোও ধাপে ধাপে সকল এলাকায় সংযোগ পুনঃস্থাপন করে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানায় পিজিসিবি।