প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। কথা বলে জানা গেছে, ভোগান্তি এড়াতে সরকার নির্ধারিত ১০ দিনের ছুটি শেষ হবার আগেই ঢাকা ফিরছেন তারা।
মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল, গাবতলী-সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে এ চিত্র দেখা গেছে।
এদিন ভোর থেকেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী নিয়ে নোঙর করে বেশ কয়েকটি নৌযান। এর মধ্যে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনার কয়েকটি লঞ্চে ফিরতি যাত্রীর সংখ্যা ছিলো বেশি।

স্বজনদের সঙ্গে কাটানো সময়কেই ঈদের মধুর সময় বলছেন জীবিকার তাগিদে ফেরা এসব যাত্রীরা। এ সময়টুকুই সারা বছরের ক্লান্তি দূর করবে বলছেন তারা।
এছাড়া আগেভাগেই ফিরে আসার অন্যতম কারণ ভোগান্তি এড়ানোসহ ফাঁকা ঢাকার আনন্দ উপভোগ করতে পারা বলছেন অনেকে।
এসময় কথা হয় ভোলা থেকে আসা আহসান কামরুলের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন আগে ভাগে ফিরে আসার কারণ। বলেন, ছুটি এখনও চার দিন বাকি আছে। কিন্তু এখন ঢাকায় ফিরলে কিছুটা স্বস্তির সঙ্গে আসা যায়। ফাঁকা ঢাকা কিছুটা ঘুরে দেখার ইচ্ছের কথা জানান তিনি।
কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা হলো দর্শনা থেকে আসা জাহিদুল ইসলামের সঙ্গে। তবে তার গল্পটা কিছুটা ভিন্ন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। অন্যদের মতো ১০ দিনের নয় ৫ দিনের ঈদের ছুটি ছিলো তার। মঙ্গলবার খুলছে অফিস। সকালে ফিরে সরাসরি অফিসে চলে যাওয়ার কথা জানালেন তিনি।
এভাবে ঢাকার সবগুলো প্রবেশদ্বার দিয়ে আসছেন সাধারণ কর্মজীবী মানুষ। তবে ফেরার সঙ্গে সঙ্গে ঢাকা ছাড়ছেনও অনেকে।