রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালের ভেতরে চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির অফিসের সামনে দুর্বৃত্তের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির সাবেক কর্মচারী।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জামাল হোসেনের ভাই জসিম উদ্দিন জানান, জামাল হাসপাতালটির চতুর্থ শ্রেণির কর্মচারী এবং কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। থাকেন বক্ষব্যাধি হাসপাতাল স্টাফ কোয়ার্টারে। রাতে চতুর্থ শ্রেণির অফিসের সামনে মাস্ক পরিহিত দুজন ব্যক্তি জামালের মাথায় গুলি করে চলে যায়। পরে খবর পেরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
তিনি বলেন, ‘সামনে হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নির্বাচন। আমার ভাই আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে প্রচার প্রচারণা করছেন। তবে তাকে কিছু লোক নির্বাচন না করতে ফোনে হুমকি ধামকি দিচ্ছিলেন। আমাদের ধারণা, নির্বাচনকে কেন্দ্র করে তারাই আমার ভাইকে গুলি করেছেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বনানী বক্ষব্যাধি হাসপাতাল এলাকা থেকে স্বজনরা ওই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তার ডান চোখে গুলির চিহ্ন রয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ‘বক্ষব্যাধি হাসপাতালের ভেতরে একটি গুলির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।’