রাকসু নির্বাচন: ভোটাধিকারের দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ও ভাঙচুর

টাইমস ন্যাশনাল
2 Min Read
রাকসু নির্বাচনের তারিখ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে ভাঙচুর করেছে শাখা ছাত্রদল। এর আগে, কার্যালয়ের ভেতরে ঢুকে মনোনয়নপত্র উত্তোলনের টেবিল ও চেয়ার ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন কোষাধ্যক্ষ সেতাউর রহমান।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা কোষাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে। পরে সকাল ১০টার দিকে কার্যালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর করেছেন তারা।

কোষাধ্যক্ষ সেতাউর রহমান বলেন, ‘সকাল থেকেই শাখা ছাত্রদলের নেতাকর্মীরা কার্যালয় ঘেরাও করেছে। এখন আবার তালাবদ্ধ করে রেখেছে। আমি ভেতরে ঢুকতে পারছি না ‘

‘দাবি জানানোর বিভিন্ন প্রক্রিয়া আছে, কার্যালয়ে তালা ঝুলানো কোনো প্রক্রিয়া হতে পারে না’ বলেও মন্তব্য করেন তিনি।

রাবি ছাত্রদলের সভাপতি রাহী বলেন, ‘প্রশাসন প্রথম থেকেই আমাদের দাবি মানতে অপারগতা প্রকাশ করেছে। আমরা শুরু থেকেই বলেছি, প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দিতে হবে। প্রশাসন তা মানেনি, তাই আমরা কোষাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।’

বৃহস্পতিবার রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। চতুর্থবারের মতো সংশোধিত তফসিল অনুযায়ী, রোববারই মনোনয়নপত্র বিতরণের শেষদিন। রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকেই নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ১ থেকে ৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৬ থেকে ৭ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৮ সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১০ সেপ্টেম্বর এবং ১১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

পরে ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবনে ভোটগ্রহণ হবে। সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *