রমনা বটমূলে বোমা হামলা: সাজা কমেছে আসামিদের

টাইমস রিপোর্ট
2 Min Read
হাইকোর্ট, ফাইল ফটো
Highlights
  • জজ আদালতে আটজনকে দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন খারিজ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়।

২০০১ সালে রমনা বটমূলে বোমা হামলায় আসামিদের সাজা কমিয়ে দুই জনের যাবজ্জীবন এবং নয় আসামির ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

রায়ে মওলানা তাজউদ্দীন ও শাহদাত উল্লাহ জুয়েলকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জজ আদালতে আটজনকে দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন খারিজ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়।

বহুল আলোচিত এ মামলায় দ্বিতীয় দিনের মতো মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় দ্বিতীয় দিনের মতো পড়া হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রায় পড়া শুরু করেন।

দুই যুগ আগে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করে দুর্বৃত্তরা।

গত ৮ মে প্রথম দিন মামলার সাক্ষ্য ও জেরাসহ অংশিক রায় পাঠ করা হয়। বাকি অংশ ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন হাইকোর্ট।

এদিন আদালতে আসামিদের পক্ষে উপস্থিত হন আইনজীবী এসএম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির।

২০১৪ সালের ২৩ জুন ঢাকার দায়রা জজ রুহুল আমিন এ হত্যা মামলার রায়ে আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

তাদের মধ্যে প্রধান আসামি মুফতি হান্নান ছিলেন সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৭ সালের ১২ এপ্রিল রাতে তার ফাঁসি কার্যকর করা হয়। এ মামলাতেও তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল জজ আদালত।

এছাড়া জজ আদালতে যাবজ্জীবন সাজা পাওয়া আব্দুর রউফ ও ইয়াহিয়া হাই কোর্টে আপিল শুনানি অপেক্ষমাণ থাকা অবস্থায় মারা যান। সে কারণে এই তিনজনের নাম মামলা থেকে বাদ যায়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *