রংপুর সিটি করপোরেশনের জন্য নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন এই প্রশাসকের নাম মোহা. আশরাফুল ইসলাম। তিনি একজন যুগ্ম সচিব।
মঙ্গলবার এক আদেশে এই নিয়োগের কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এতদিন এই দায়িত্ব পালন করছিলেণ বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটিতে বলা হয়, যুগ্ম সচিব আশরাফুল ইসলামকে বদলিপূর্বক প্রেষনে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে পদায়ন করা হলো।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।
পদায়িত হওয়ার আগ পর্যন্ত আশরাফুল ইসলাম ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপন প্রকল্পের জমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পূনর্বাসন প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলেন।
তীব্র গণঅভ্যুত্থানের মুখে গতবছর ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ৮ আগস্ট গঠন হওয়া অন্তর্বর্তী সরকার ১৯ আগস্ট দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের পদচ্যুত করে।
সেসময় পদ হারান রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাও। ওইদিন রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামকে এই সিটির প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এক বছরের মাথায় তাকে সরিয়ে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হলো।