যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে নয়: জ্যাকবসন

টাইমস রিপোর্ট
2 Min Read
নির্বাচন ভবনে সিইসি নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। ছবি: ইউএনবি

যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দল, নেতার বা নির্বাচনী ফলাফলের পক্ষে অবস্থান নেয় না। তিনি আশা প্রকাশ করেছেন যে, আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপত্তা বজায় রেখে হবে।

সোমবার রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন কূটনীতিক এসব কথা বলেন।

ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার বা দূতাবাস কোনো রাজনৈতিক দলের সমর্থক নয়। তবে আমরা বিভিন্ন দলের কর্মসূচি ও লক্ষ্য জানার জন্য তাদের সঙ্গে আলোচনা করি।‘

তিনি আরও বলেন, ‘আমরা কোনো নির্দিষ্ট রাজনীতিবিদকেও সমর্থন করি না, তবে তাদের সঙ্গে বৈঠক করে তাদের লক্ষ্য এবং মতামত জানার চেষ্টা করি। নির্বাচন ফলাফলও আমাদের পক্ষে নয়, এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত।‘

জ্যাকবসন এ সময় বলেন, ‘আমরা এখানে এসেছি শুধু শুনতে, জানতে এবং বুঝতে। কারণ, বাইরে বিভিন্ন গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব প্রচারিত হচ্ছে।’

মার্কিন কূটনীতিক আরও বলেন, ‘আমরা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে সমর্থন করি, যাতে তারা আগামী বছরের শুরুতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিকল্পনা তৈরি করতে পারে।’

‘আমরা আশা করি, সেই নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং এটি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের পথে একটি সফল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সহায়ক হবে,‘ যোগ করেন তিনি।

এ সভায় ট্রেসি অ্যান জ্যাকবসনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল। অন্য দুই সদস্য ছিলেন রাজনৈতিক প্রধান ডেভিড মু ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *