যশোরে আব্দুর রহমান রাকিব (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ‘ডাক্তার পরিচয়ে’ প্রতারণা করছিলেন বলে অভিযোগ মিলেছে।
যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত সোমবার ‘ভুয়া ডাক্তার’ আটকের তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।’
পুলিশ জানায়, আটক আব্দুর রহমান রাকিব বরিশালের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির শিক্ষার্থী । তিনি যশোর শহরের শংকরপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে।
হাসপাতালের স্টাফরা জানান, রাকিব নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রায় দু’সপ্তাহ ধরে হাসপাতালের ভেতরে ঘোরাঘুরি করতেন। তিনি প্রতারণার মাধ্যমে রোগীর স্বজনদের কাছে থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। রাকিব অনেকের কাছে নিজেকে ১৫তম ব্যাচের জেএমসি শিক্ষার্থী বলেও দাবি করতেন।
সানজিদা বেগম নামের এক নারী জানান, এক আত্মীয় হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় রাকিব ৫০০ টাকা নেন বিভিন্ন অজুহাতে।
রাকিব বিভিন্ন পরীক্ষার কথা বলে হাসপাতালের মডেল ওয়ার্ডের একজন রোগীর কাছ থেকে ৩৫০০ টাকা, আরেকজনের কাছ থেকে ২৫০০ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা যায়।