রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের ওপর বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৩৫ জন। হতাহতের সংখ্যা ছাড়িয়েছে পঞ্চাশের কোটা। এই প্রেক্ষিতে মানবিক এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টির টিকিট বিক্রি থেকে আয়কৃত অর্থ মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় ব্যয় করবে বিসিবি।
একইসাথে ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা করা হবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর মাধ্যমে। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে তা নিশ্চিত করেছে বিসিবি।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে যে আজ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের টিকিট বিক্রির পুরো আয় সাম্প্রতিক জাতীয় ট্র্যাজেডিগুলোর প্রেক্ষিতে মানবিক সহায়তায় দান করা হবে।’
একই বিবৃতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ক্রিকেট বাংলাদেশে খেলার চেয়ে বেশি বেশি। আমাদের জাতীয় সত্তার একটা অংশ। শোক ও স্মৃতির এই সময়ে আমাদের একসঙ্গে দাঁড়ানো উচিত। এই সাম্প্রতিক হৃদয়বিদারক ঘটনাগুলোর শিকার পরিবার ও প্রিয়জনদের জন্য সামান্য হলেও সহানুভূতির অংশীদার হতে পেরে বিসিবি গর্বিত। আমাদের চিন্তা ও প্রার্থনা সবসময় তাদের সঙ্গেই থাকবে।’
এর আগে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোকও পালন করেছে বিসিবি। বিসিবি কার্যালয়ে জাতীয় পতাকা দিনভর ছিল অর্ধনমিত। দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগে পালন করা হয় এক মিনিট নীরবতা। একইদিন পাকিস্তানকে হারিয়ে প্রথমবার তাদের বিপক্ষে জেতা টি-টোয়েন্টি সিরিজটাও লিটন দাসরা উৎসর্গ করেছেন মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতাদের।