রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্র ‘পানি রুবেল গ্যাং’- এর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. লায়েছ (২৫), মো. শাহিন ওরফে ‘অটো শাহিন’ (২০), মো. শুভ (১৯), মো. আব্দুল আলিম (২৮) ও মো. মিলন হোসেন (২৮)।
সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল রোববার রাতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
সোমবার সকালে ডিএমপির উপ-কমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
সিটিটিসি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে নিয়মিত ছিনতাই করে আসছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিটিটিসি।