রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ‘পাটালি গ্রুপ’ নামে পরিচিত একটি অপরাধী চক্রের ৪৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শাহিন রয়েছে।
মোহাম্মদপুর থানা পুলিশ রোববার রাতে রায়েরবাজার বোটঘাট এলাকায় বিশেষ এ অভিযান চালায়।
পুলিশ জানায়, পাটালি গ্রুপের সদস্যরা গত ১৫ মে গভীর রাতে মোহাম্মদপুরের ইত্যাদি মোড় এলাকার বাসিন্দা রাব্বির বাসার সামনে হামলা চালায়। তারা রাব্বির পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে। এ হামলার পর মোহাম্মদপুর থানা পুলিশ ফুটেজ বিশ্লেষণসহ নানাভাবে নিশ্চিত হয় পাটালি গ্রুপের সংশ্লিস্টতা নিয়ে। পরে অভিযানের মাধ্যমে তাদের ৪৪ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শাহিন ছাড়াও রয়েছেন শ্রীনাথ মন্ডল, আসাদ , কুরবান, সাকিব, সজিবসহ স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা।