মুসলিম বিশ্বে সহায়তায় সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান

টাইমস রিপোর্ট
2 Min Read
রোববার (৬ জুলাই) বিভিন্ন মুসলিম দেশের এনজিও নেতারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করেন। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক

ইসলামী এনজিওগুলোকে মুসলিম বিশ্বের সহায়তার জন্য আরও বেশি সামাজিক ব্যবসায় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের বিশ্বে আমরা নারীদের ও স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিই। আপনি যদি দরিদ্র হন, তাহলে আপনার স্বাস্থ্যসেবা সমস্যাও থাকবে। আমরা স্বাস্থ্যসেবাকে দরিদ্রদের সহায়তার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করেছি।’

রোববার বিভিন্ন মুসলিম দেশের এনজিও নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতের সময় এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘সামাজিক ব্যবসা এই সহায়তা কার্যক্রম পরিচালনার একটি ভালো উপায়। আমি বিশ্বব্যাপী তরুণদের সামাজিক ব্যবসা গ্রহণ করে উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহ দিচ্ছি।’

এ সময় উপস্থিত এনজিও নেতারা বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে মুহাম্মদ ইউনূসের পরিচালিত সামাজিক ব্যবসার প্রচারণা তাদের নিজ নিজ দেশে অনুরূপ উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেছে।’

সাক্ষাতে বিদেশি প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন তুরস্কের ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড-মহাসচিব আইউপ আকবাল, তুর্কি আমেরিকান অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মুহাম্মদ হুসেইন আকতা, মালয়েশিয়ার পারসুয়াতান বাদাহ পেনচারদাসান উমাত মালয়েশিয়া-এর প্রতিনিধি ও ইউএনআইডব্লিউ-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল ফাওয়াজ বিন হাসবুল্লাহ, পাকিস্তানের আলখিদমাত ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ইউএনআইডব্লিউ-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আবদুস শাকুর এবং ইন্দোনেশিয়ার ইউএনআইডব্লিউ-এর অডিটিং বোর্ডের সদস্য ড. সালামুন বসরি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিআইআইটি-এর প্রেসিডেন্ট মাহবুব আহমেদ, এসএডব্লিউএবি-এর চেয়ারম্যান ও ইউএনআইডব্লিউ-এর হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য এস এম রাশেদুজ্জামান, ইউএনআইডব্লিউ-এর কাউন্সিল মেম্বার ও কৃষিবিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলী আফজাল এবং বিআইআইটি-এর মহাপরিচালক ও আইআইআইটি-এর বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এম. আবদুল আজিজ প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *