উপহার পাওয়া নতুন পোশাকে মুন্সিগঞ্জের দর্শনীয় ইদ্রাকপুর কেল্লা ও অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স ঘুরে ‘হ্যাপি ডে’ উদযাপন করেছে শ্রীনগর সরকারি শিশু পরিবারের ৩৬ খুদে।
মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার, শ্রীনগর ও জেলা সমাজসেবা কার্যালয় এবং মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সহায়তায় দিনটি উদযাপিত হয়।
জানা গেছে, এদিন শিশুরা মুন্সিগঞ্জের দর্শনীয় প্রত্নতত্ত্ব নিদর্শন ইদ্রাকপুর কেল্লা ও অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স ঘুরে দেখে। এ সময় শিশুদের ওই নিদর্শন স্থানগুলোর বিষয়ে এবং জেলার ইতিহাস ঐতিহ্যে প্রত্যেক নিদর্শনের প্রেক্ষাপট নিয়ে ধারণা দেয় জেলা প্রশাসন। এ সময়ে তাদের সার্বিক সহযোগীতা, ভালবাসা এবং মমতায় শিশুরা বেশ আনন্দের সাথে দিনটি কাটায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সময় শিশুদের উপহারও দেওয়া হয়।

পরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহায়তায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুছাব্বেরুল ইসলাম, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মহিন উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আলাল উদ্দিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।