মুন্সিগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, রোববার বিকালে মুন্সিগঞ্জ বড় বাজার সংলগ্ন খালইস্ট একাকায় সিঙ্গাপুর প্রবাসী সবুজ কাজীর নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন–পঞ্চগড়ের শাহীন ইসলাম (২৮), গাইবান্ধার ফিরোজ মিয়া (১৮) ও ইব্রাহিম (২৫)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ওই নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকসহ অন্যান্য কাজ করছিলেন ওই শ্রমিকরা। বিকাল ৪টার দিকে ট্যাংকের ভেতরে থাকা এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় আরও দুইজন তাকে উদ্ধার করতে নামলে ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তারাও অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা বিষেয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা শামসুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।