মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া এলাকায় সদ্য উদ্বোধন হওয়া পুলিশ ক্যাম্পের সঙ্গে স্থানীয় পিয়াস ও নয়ন গ্রুপের সদস্যদের মধ্যে মেঘনা নদীতে গোলাগুলির ঘটনা ঘটে।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কঠোর নির্দেশে গজারিয়ায় গুয়াগাছিয়া দুর্গম চরাঞ্চলে ডাকাতদের আস্তানায় র্যাব, পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে অত্যাধুনিক প্রযুক্তি, বিশেষ করে ড্রোনের মাধ্যমে সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার বিকাল থেকে এই অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ রাত সাড়ে ৩টায় জানান, গভীর রাতেও অভিযান চলছে এবং সন্দেহভাজন ডাকাতদের বিভিন্ন আস্তানায় অভিযান চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় ডাকাত দলের প্রধান নয়ন ও পিয়াসসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।