কোন পরিস্থিতিতে কেন ‘মুজিব’ সিনেমায় অভিনয় করতে হয়েছে, তার উত্তর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাই দিতে পারবেন– এমন মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, ‘অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাই উত্তর দিতে পারবেন-কোন পরিস্থিতিতে, কেন ‘মুজিব’ সিনেমায় (শেখ মুজিবুর রহমানের বায়োপিক) অভিনয় করতে হয়েছে।’
বার্তা সংস্থা ইউএনবি জানায়, সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি শর্টফিল্ম ‘আলী’র প্রদর্শনের আমন্ত্রণ নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ফারুকী এ কথা বলেন।
ওই সিনেমায় তিশার অভিনয়ের সিদ্ধান্তের প্রশ্নে ‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’সহ বেশকিছু সিনেমা তৈরি করে খ্যাতি পাওয়া উপদেষ্টা ফারুকী আরো বলেন, ‘আমাদের (তিশা-ফারুকী) দাম্পত্য জীবনটা হচ্ছে এ রকম, প্রত্যেকেই তার পেশাগত জীবনের বিষয়ে স্বাধীন।’
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘আপনি কি মনে করেন, আমরা এমন সমাজে বাস করছি যেখানে, স্ত্রী তার পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে বা আমি পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর অনুমতি নেব?’
‘আমি তা মনে করি না (আই ডোন্ট থিঙ্ক সো)। তিশা তার পেশাগত সিদ্ধান্ত নিজেই নেয়,’ যোগ করেন তিনি।