মিটফোর্ড হত্যাকাণ্ডে আরও একজন গ্রেপ্তার

টাইমস রিপোর্ট
2 Min Read
গ্রেপ্তারকৃত আসামী নান্নু কাজী (২৭)। ছবি: সংগৃহীত

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ, ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে পিটিয়ে হত্যা মামলায় আরো এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ নিয়ে এখনও পর্যন্ত এ মামলায় আটজন গ্রেপ্তার হলো।

সোমবার রাত দেড়টা নাগাদ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১’র ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সোমবার (১৪ জুলাই) রাতে বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে নান্নু কাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে র‍্যাব-১০ এর কাছে হস্তান্তর করা হয়েছে। আসামী নান্নু কাজী (২৭) মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি।

উল্লেখ্য, ব্যবসায়ীক বিরোধ ও চাঁদাবাজির জেরে গত ৯ জুলাই দুর্বৃত্তরা প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ, ওরফে সোহাগকে নৃশংসভাবে পিটিয়ে ও ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে হত্যা করে। এ ঘটনায় নিহতের  বড়বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মিটফোর্ড হত্যার ভিডিও ফুটেজ ভাইরাল হলে দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

মিটফোর্ড হত্যায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত পাঁচজনকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে। তবে এই তিন সংগঠন ১২ জুলাই এক যৌথ সংবাদ সম্মেলনে দাবি করেছে, ‘‘প্রকৃত আসামি’’ বাদ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অন্যদের গ্রেপ্তার করছে।

এছাড়া ওই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবৃতি দিয়েছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *