‘মার্চ টু এনবিআর’-এ অচলাবস্থা

টাইমস রিপোর্ট
1 Min Read
চেয়ারমানের পদত্যাগের দাবিতে ‘মার্চ টু এনবিআর’ আন্দোলনে কর্মকর্তা–কর্মচারী। ছবি: জান্নাতুল জান্নাতুল ফেরদাউস/টাইমস
Highlights
  • এ ছাড়া চট্টগ্রাম বন্দর, বেনাপোল, ঢাকা কাস্টমস হাউসসহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কার্যক্রম বন্ধ। এতে আমদানি–রপ্তানিতে সব ধরনের শুল্কায়ন কার্যক্রম বন্ধ আছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণের দাবিতে ‘মার্চ টু এনবিআর’ আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীদের কর্মসূচি চলছে।

কর্মর্সূচির সমর্থনে শনিবার সকাল থেকে রাজধানীর রাজস্ব ভবনের সামনে জড়ো হন তারা। একইসঙ্গে দেশের সব ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। সকাল ৯টার পর রাজস্ব ভবনের মূল ফটক বন্ধ করে পুলিশ ও র‍্যাব ভেতরে অবস্থান নেয়, ফলে বাইরে অবস্থান নেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা।

চেয়ারমানের পদত্যাগের দাবিতে ‘মার্চ টু এনবিআর’ আন্দোলনে কর্মকর্তা–কর্মচারী। ছবি: টাইমস

এ ছাড়া চট্টগ্রাম বন্দর, বেনাপোল, ঢাকা কাস্টমস হাউসসহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কার্যক্রম বন্ধ। এতে আমদানি–রপ্তানিতে সব ধরনের শুল্কায়ন কার্যক্রম বন্ধ আছে।

এর আগে অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানায় এবং বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দেয়।

অর্থ উপদেষ্টার সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে এনবিআর, অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নিলেও আন্দোলনকারীদের কোনো প্রতিনিধি ছিলেন না।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের আমন্ত্রণ জানানো হয়নি, তবে প্রয়োজনে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত।

গত মাসে এনবিআরের কাঠামো পরিবর্তন করে দুটি স্বতন্ত্র বিভাগ করার অধ্যাদেশের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। পরে সরকার কিছুটা নমনীয় হলেও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শুরু হয় আন্দোলন। রাজস্ব ভবনে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় অফিসে ফেরেন তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *