যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত নতুন শুল্ক বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করলেও, তা সামাল দেওয়া সম্ভব হবে—এমনটাই মনে করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ঈদের ছুটির পর রোববার (৬ এপ্রিল) প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সরকার শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। শুল্ক বৃদ্ধির ফলে কিছু প্রভাব পড়তে পারে, তবে আমরা আশাবাদী—এর মধ্য থেকেও ইতিবাচক কিছু বেরিয়ে আসবে।’
এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপিত ছিল। তবে গত ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন নতুন করে ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়।
অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘রমজান ও ঈদে পণ্যের দাম স্থিতিশীল ছিল, যা জনগণকে স্বস্তি দিয়েছে। এবার দেশের মানুষের ঈদ বেশ ভালো কেটেছে।’
তিনি জানান, মার্চ মাসে প্রবাসী আয় এসেছে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
‘দেশের সামগ্রিক অর্থনীতি ধীরে ধীরে ভালো অবস্থার দিকে যাচ্ছে,’ বলেন তিনি।