মানিকগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

টাইমস ন্যাশনাল
1 Min Read
মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ। ছবি: টাইমস

মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে প্রশিকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের মো. পরশ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (২৩) এবং হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার শেখজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।

মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ। ছবি: টাইমস

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম জানিয়েছেন, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজিতে মোট চারজন যাত্রী ছিলেন। সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক এবং সহকারী পালিয়ে গেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *