মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া দ্রুততর করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে গঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
নতুন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুর জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরের সই করা প্রজ্ঞাপনে তাদের নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান ও সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।
ট্রাইব্যুনাল-২ গঠনের পাশাপাশি বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হিসেবে ঘোষণা করা হয়েছে। ট্রাইব্যুনাল-১ এ দায়িত্ব পালন করছেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
একাধিক সূত্র জানিয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত ও বিচার নিয়ে দেশে-বিদেশে উদ্বেগ তৈরি হয়েছে। বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। সে প্রেক্ষিতেই বিচার কাজে গতি বাড়াতে নতুন ট্রাইব্যুনাল গঠন করল সরকার।