মাগুরার শালিখা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রজত কুমার বিশ্বাস (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ছোট থৈপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে পার্শ্ববর্তী বিল থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন কৃষক রজত। কালিবাড়ি বাজার এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শালিখা উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনার পরপরই ‘ঘাতক’ মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যান।
সিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুমিত কুমার সাহা জানান, মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে শালিখা থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।