রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫১ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে হালনাগাদ তথ্যে এ কথা জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আইএসপিআরের সঙ্গে সমন্বয় করে এই তথ্য হালনাগাদ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৮ জন, এবং শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, শুক্রবার সকাল ৯টা ৩২ মিনিটে আইমান নামে নতুন এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন এবং তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাতীয় বার্নের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
২১ জুলাই দুপুর ১টার কিছু পরে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণে নিয়োজিত যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।
মর্মান্তিক এই ঘটনার পর মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।