রাজধানীর উওরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। তৌফিক হোসেন (১৩) নামের ওই শিক্ষার্থী মাইলস্টোনে পঞ্চম শ্রেণিতে পড়ে।
বৃহস্পতিবার দুপুরে তৌফিককে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়।
বার্ণ ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ‘যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ওই শিক্ষার্থীর শরীরের ৯ শতাংশ দগ্ধ ছিল। বর্তমানে এখানে এখনো ১৮ জন ভর্তি আছেন। সুস্থ অবস্থায় ১৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং ২০ জনের মৃত্যু হয়েছে।’
এর আগে, ২১ জুলাই দুপুরে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করে অন্তর্বর্তী সরকার। দেশের ইতিহাসের ভয়াবহ এ সামরিক বিমান দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই শিশু।