রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, বেলা ২টা ৩৭ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা ৩টার দিকে তাদের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের প্রচেষ্টায় বেলা ৩টা ১৮মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।