দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে ‘মব’ সৃষ্টিকারীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
তিনি বলেন, ‘আমাকে মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে। আমার বাসার সামনে ওরা অবস্থান নিয়েছে। আমি সারা জাতিকে জানাতে চাই, আমার জীবন বড় শঙ্কায় আছে।’
ইউএনবি জানিয়েছে, সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট এনেক্স ভবনে ল রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তিনি গণমাধ্যমকে নিজের নিরাপত্তা নিশ্চিতে সাহায্যের আহ্বান জানান।
এর আগে, রোববার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্য দেওয়ায় বিএনপি তাকে শোকজ নোটিশ দেয়। ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে সোমবার তার বাসার সামনে অবস্থান নেয় কয়েকজন ব্যক্তি।
সংবাদ সম্মেলনে ফজলুর রহমান বলেন, ‘আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমার বাসার সামনে সকাল থেকে কয়েকজন অবস্থান নিয়েছে। তারা স্লোগান দিচ্ছে “ফজলু পাগলাকে হত্যা কর”। আমি এখন জীবনসংকটে আছি। আমার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত।’
তিনি বলেন, ‘দেশ-বিদেশে অবস্থানরত স্বাধীনতাবিরোধী শক্তি ও তাদের সমর্থক ইউটিউবাররা তাকে টার্গেট করছে। বিশেষ করে ফ্রান্স থেকে দুইজন ইউটিউবার প্রকাশ্যে বলেছেন, তাকে হত্যা করতে হবে। এমনকি জামায়াতের একজন ইউটিউবার বলছে যে, ফজলু পাগলাকে জবাই করে হত্যা করতে হবে।’
ফজলুর রহমান আরও বলেন, ‘আমি মৃত্যুকে ভয় করি না, কিন্তু অপমৃত্যু সবচেয়ে লজ্জাজনক। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার দেশের জন্য যুদ্ধ করেছি। যদি আমরা মুক্তিযুদ্ধ না করতাম, আজকের প্রজন্ম বাংলাদেশের সন্তান হতো না, পাকিস্তানের সন্তান হতো। অথচ আজ আমাকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক।’
বিএনপির শোকজ নোটিশ প্রসঙ্গে তিনি বলেন, ‘শোকজ পাওয়া খুব স্বাভাবিক ঘটনা। রাজনৈতিক দলে যদি কেউ মনে করে কোনো ত্রুটি আছে, শোকজ করতে পারে। আমাকেও করেছে। আমি দলের প্রশ্নের জবাব দেব।’
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘মব’ সৃষ্টিকারীদের বিরুদ্ধে মামলা বা জিডি করবেন না। তবে তিনি জাতির কাছে এবং জনগণের কাছে নিরাপত্তার জন্য সহযোহিতা চান।
ফজলুর রহমানের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার স্ত্রী উম্মে কুলসুম রেখা ও আইনজীবী অভিক রহমান।