‘মব’-এর হোতাদের আইনের আওতায় আনবে পুলিশ

টাইমস রিপোর্ট
1 Min Read
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। ছবি: ডিএমপি

কোনও ধরনের ‘মব জাস্টিস’কে প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেছেন, ‘মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে।’

মঙ্গলবার ডিএমপি সদরদপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘মব’ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এসময় জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় ‘‘মব’’ সৃষ্টির ঘটনায় মামলা করে একজনকে গ্রেফতার করা হয়েছে।’

এসময় বিভিন্ন সময়ে নানা গোষ্ঠীর দাবি আদায়ের নামে সড়ক অবরোধ প্রসঙ্গেও কথা বলেন ঢাকা পুলিশের সর্বোচ্চ এই কর্মকর্তা।

তিনি বলেন, ‘দাবি আদায়ে সড়ক অবরোধ করা যাবে না। মহানগরীতে সড়ক অবরোধ করে আন্দোলনের নামে জনভোগান্তি সৃষ্টি করা যাবে না।’

এ লক্ষ্যে তিনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন বলেও জানান সাজ্জাদ আলী। চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *