মধুখালীতে ট্রাক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত

টাইমস রিপোর্ট
2 Min Read
ফরিদপুরের মধুখালীতে ট্রাক দুর্ঘটনা স্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস সদস্যরা। ছবি ইউএনবি
Highlights
  • খুলনা থেকে ঢাকা অভিমুখে যাওয়া একটি তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পর ট্রাকটি গাছের সঙ্গে আটকে যায় এবং চালক ও সহকারী দু'জনেই গাড়ির ভেতরে আটকা পড়েন।

ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে চালক ও ট্রাকের সহকারী নিহত হয়েছেন। এ সময় ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক মো. ইদ্রিস আলী(৩০) যশোরের কেশবপুর উপজেলার হাবাসপুর গ্রামের বাসিন্দা এবং ট্রাকের সহকারী মো. ফয়সাল খান (২৫) একই উপজেলার মধ্যপুল গ্রামের বাসিন্দা।

জানা গেছে, খুলনা থেকে ঢাকা অভিমুখে যাওয়া একটি তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পর ট্রাকটি গাছের সঙ্গে আটকে যায় এবং চালক ও সহকারী দু’জনেই গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস, মাগুরা ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় দুই ঘণ্টা যৌথ উদ্ধার অভিযানের পর দু’জনকে গাড়ি থেকে বের করা হয়। ঘটনাস্থলেই সহকারীর মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মধুখালী ও মাগুরা ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালায়।

করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তা হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে উদ্ধার কাজ শেষে যান চলাচল স্বাভাবিক হয় বলেও জানান তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *