ভোমরা স্থলবন্দরে লক্ষ্যমাত্রার ৩২ কোটির বেশি রাজস্ব আদায়

টাইমস ন্যাশনাল
2 Min Read
ভোমরা স্থলবন্দর। ছবি: টাইমস

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩২ কোটি ৫৫ লাখ টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে। গেল অর্থবছরে ভারত থেকে আমদানি বাণিজ্যে এ স্থলবন্দর দিয়ে রাজস্ব আদায় হয়েছে ৯৭৮ কোটি ৭৭ লক্ষ ৯৮ হাজার ৮৯৯ টাকা। একই অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বন্দরে ৯৪৬ কোটি ২৩ লক্ষ টাকা রাজস্ব অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়।

সে হিসেবে বাণিজ্য ব্যবস্থাপনার প্রতিকূল অবস্থার মধ্যেও ভোমরা স্থলবন্দর দিয়ে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি রাজস্ব অর্জিত হয়েছে।

কাস্টমস জানায়, ভোমরা বন্দরে ব্যবসাবান্ধব পরিবেশ, কম খরচে পণ্য পরিবহন ও দ্রুত পণ্য ছাড় ব্যবস্থার কারণে বড় বড় আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা স্থলবন্দরটি বেশি ব্যবহার করছেন। এছাড়া পথে-প্রান্তরে চাঁদাবাজির প্রবণতা না থাকায় আরও উৎসাহিত হচ্ছেন তারা।

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, দ্বিপক্ষীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন হলে এ বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে। এতে রাজস্ব আয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

তিনি আরও জানান, সম্প্রতি আমদানির পাশাপাশি রপ্তানিও কিছুটা বেড়েছে। ধারাবাহিকভাবে এ প্রবৃদ্ধি অব্যাহত থাকলে এ স্থলবন্দরের অর্থনৈতিক ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২৫-২৬ অর্থবছরে ভোমরা বন্দরে ১ হাজার ৪৮৯ কোটি ৩৩ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাণিজ্য ব্যবস্থায় স্বচ্ছ ও অনকূল পরিবেশ বজায় থাকলে এ লক্ষ্যমাত্রা পূরণ হওয়া সম্ভব।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *