ইমপোর্ট পারমিট (আইপি) জটিলতায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও সাময়িকভাবে বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। এতে স্থানীয় হাটবাজারে পেঁয়াজের ঘাটতি দেখা দিয়েছে। প্রতিকেজি পেঁয়াজের দাম বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। এতে সাধারণ ক্রেতারা দুর্ভোগে পড়ছেন।
দ্রুত আইপি ইস্যুর প্রক্রিয়া সহজ করা না হলে বাজারে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন ভোমরা বন্দরের ব্যবসায়ীরা।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, গত ১৭ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত টানা ছয়দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করা হয়। এরপর নতুন করে কোনো আইপি ইস্যু না হওয়ায় ২৩ আগস্ট থেকে পেঁয়াজ আমদানি সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর আগে আইপিপ্রাপ্ত ব্যবসায়ীরা ভারত থেকে তিন হাজার ৮৫২ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করেছিলেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, আইপিতে কোন দেশ থেকে কি পরিমাণ পণ্য, কতদিনের মধ্যে আমদানি করা যাবে, তা স্পষ্টভাবে উল্লেখ থাকে। বর্তমানে নতুন আইপি ইস্যু না হওয়ায় ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করতে পারছেন না। এর প্রভাবে জেলার হাটবাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে।
সরকারের কাছে দ্রুত আইপি জটিলতা নিরসনের দাবি জানান তিনি।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আইপি জটিলতা দূর হলে দ্রুত সময়ের মধ্যে আবারও পেঁয়াজ আমদানি শুরু হবে।
দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর গত ১৮ আগস্ট সাতক্ষীরার এই স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়।