ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবিতে ৩৭ জন মারা গেছেন। উত্তর-পূর্ব ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন উপকূল হা লং বেতে শনিবার এ দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নৌকায় থাকা পরিবারগুলোর বেশির ভাগই রাজধানী হ্যানয় থেকে উপকূলে বেড়াতে গিয়েছিলেন। এ সময় তুমুল বৃষ্টিতে পড়ে ৫৩ জনকে নিয়ে নৌকাটি ডুবে যায়, যার মধ্যে ৪৮ জন ছিলেন পর্যটক।
প্রতিবেদনে বলা হয়, প্রবল ঝড়ো হাওয়ার কারণে নৌকাটি উল্টে যায়। নৌকার উল্টে যাওয়া অংশের ভেতর আটকে পড়া ১৪ বছরের এক কিশোরকে চার ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়।
নৌকায় থাকা যাত্রীদের অন্তত ২০ জন শিশু ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস।
এক প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা এএফপিকে জানান, স্থানীয় সময় বেলা ২টা নাগাদ আকাশ অন্ধকার হয়ে আসে। বজ্রঝড়ের সাথে শুরু হয় তুমুল বৃষ্টিপাত। বড় বড় শিলাও পড়ছিল তখন।
জানা গেছে, এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ থাকায় রাতের বেলায়ও উদ্ধারকাজ চলছে।
ভিএনএক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ি, মৃত উদ্ধার হওয়া ৩৭ জনের মধ্যে ৮জনই শিশু।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়া, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করবে এবং কোন নিরাপত্তা বিধান লঙ্ঘন হয়েছে কিনা তা নিবিড়ভাবে পর্যালোচনা করা হবে বলে সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে।
এদিকে, একটি ক্রমবর্ধমান ঘূর্ণিঝড় ওই অঞ্চলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ‘উইফা’ নামের ঘূর্ণিঝড়টি আগামী সপ্তাহে হা লং বে উপকূলে আঘাত হানতে পারে।