বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার এবং সামরিক উত্তেজনা নিরসনে আলোচনায় বসার সিদ্ধান্তের জন্য প্রশংসা জানিয়েছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শনিবার এক বিবৃতিতে বলেন, ‘আমি আন্তরিকভাবে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং আলোচনায় বসার সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানাই।’
প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কার্যকর মধ্যস্থতার জন্যও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, ‘কূটনীতির মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যে মতপার্থক্য নিরসনে বাংলাদেশ তাদের পাশে থাকবে।’
ভারত ও পাকিস্তানের মধ্যে সমঝোতা সাম্প্রতিক সপ্তাহগুলোর তীব্র সংঘাত, যার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও রয়েছে, তা দ্রুত নিরসনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
গত মাসে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা শুরু হয়, যার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে, যদিও পাকিস্তান সে অভিযোগ অস্বীকার করেছে
যুদ্ধের আদলে এই সংঘাতে এখন পর্যন্ত উভয় পক্ষেই বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।