ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের এক সপ্তাহ পর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে আরও শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন। তিনি রাশিয়া থেকে তেল আমদানির কারণে এই হুমকি দিয়েছেন। সোমবার, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প ভারতকে সতর্ক করেছেন।
গত সপ্তাহে, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে, যা ট্রাম্পের ঘোষণা অনুযায়ী রাশিয়া থেকে তেল আমদানির জন্য আরোপ করা হয়েছে। তবে, ভারত এখনও আনুষ্ঠানিকভাবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধের ঘোষণা দেয়নি। একাধিক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনার দীর্ঘমেয়াদি চুক্তি থাকায় তা হঠাৎ করে বন্ধ করা সম্ভব নয়।
রোববার, ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার বলেন, ‘ভারত রাশিয়া থেকে তেল কিনে সেই অর্থ দিয়ে রাশিয়ার যুদ্ধের খরচ চালাচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এক বিস্ময়ের বিষয়।’ মিলার আরও জানান, ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক অত্যন্ত ভালো, তবে ভারতের এই অবস্থান বাস্তবতার বিপরীতে।
মিলারের এ মন্তব্যের একদিনের মাথায়, ট্রাম্প ভারতকে হুমকি দেন যে, ‘ভারত রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি আমলে নিচ্ছে না, তাই আমি ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়াবো।’ তিনি বলেন, ভারত যুক্তরাষ্ট্রকে এই শুল্ক পরিশোধ করতে হবে।
আগে ৩১ জুলাই, ট্রাম্প এক নির্বাহী আদেশে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন, যা ৭ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভারত ব্যাপকভাবে রাশিয়া থেকে তেল কিনছে, যা যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে, ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধের কোনো সরকারি নির্দেশনা দেয়নি।