ভারতীয় আধিপত্যবাদ নিয়ে প্রধান উপদেষ্টা উদ্বিগ্ন, তা প্রতিহতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে। এ জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করছেন। তিনি আলোচনা শুরু করেছেন এই কথা বলে যে, আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি। এই সংকট বলতে উনি ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন।’
‘ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না। পারলে আমাদের এক দিনে ধ্বংস করে দিতে চায় এবং সেই জন্য যা যা করবার দরকার, সব তারা করছে। এই ছিল তার কথা।’

বৈঠকে রাজনৈতিক নেতারা প্রধান উপদেষ্টাকে রাজনীতি সম্পৃক্ত হওয়ার জন্য বলেছেন। সেই সঙ্গে নির্বাচনের তারিখ, নির্বাচনের রূপরেখা এবং কীভাবে নির্বাচন করতে চান, তা বলা উচিত বলে জানিয়েছেন নেতারা।
এসব তথ্য জানিয়ে মান্না বলেন, ‘প্রধান উপদেষ্টা তাদের স্পষ্ট করে জানিয়েছেন, কম সংস্কার হলে ডিসেম্বরে আর বেশি সংস্কার হলে জুনে নির্বাচন হবে। এ সময় প্রয়োজনে প্রধান উপদেষ্টা পদত্যাগপত্রে লিখে দিতে চেয়েছেন। কোনোভাবেই নির্বাচন জুনের পরে যাবে না।’
‘দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দিন দিন দুর্বল হচ্ছে। এ কারণে প্রধান উপদেষ্টা চিন্তিত ও হতাশ। আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছি যে জাতীয় ইস্যুগুলোতে সকলে ঐক্যবদ্ধ থাকবো। তাতে প্রধান উপদেষ্টা আশ্বস্ত হয়েছেন।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি হতাশ হয়ে পড়েন। সে জন্যই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। এ নিয়ে অনেক কিছু হয়েছে তাদের নিজেদের মধ্যে। সেগুলো নিয়ে একটা বিস্তারিত কাহিনি বললেন, কী রকম করে বাকিরা তাকে আটকেছেন, পদত্যাগপত্র লিখতে দেননি। লিখলেও সেটা পাঠাতে দেননি এবং তাকে ধরে রেখেছেন।’
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার মাহমুদুর রহমান মান্নাসহ কয়েকটি রাজনৈতিক দলের ২০ নেতার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওই বৈঠক শেষে রাতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি।