ভাইরাল ভিডিও দেখে ধানমন্ডির ‘চাঁদাবাজ’ আটক

টাইমস রিপোর্ট
2 Min Read
অভিযুক্ত মো. আশরাফুল (২৩), ছবি: ভিডিও ক্লিপ থেকে নেওয়া
Highlights
  • 'জিগাতলায় যুবকের চাঁদা আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই তাকে ধরতে অভিযান চালানো হয়।'

রাজধানীর ধানমণ্ডির জিগাতলায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়া সেই যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে অভিযুক্ত মো. আশরাফুলকে (২৩) আটক করা হয়। তিনি হাজারীবাগ এলাকার বাসিন্দা। গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম টাইমস অব বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার মালিকের সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটি হয়।

প্রাইভেটকারে বসা এক ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। ‍উত্তরে যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?’।

ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক বলছেন, ‘রাস্তার উপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।’

গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাঁকা করতে পারবা না।’ এরপর সেখান থেকে চলে যান তিনি।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘জিগাতলায় যুবকের চাঁদা আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই তাকে ধরতে অভিযান চালানো হয়।’

‘এর কয়েক ঘণ্টার ভেতরেই চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত মো. আশরাফুলকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন’, উল্লেখ করেন তিনি।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *