রাজধানীর শ্যামলীতে চাপাতির ভয় দেখিয়ে এক যুবকের পোশাকসহ ব্যাগ ছিনিয়ে নেওয়ার ভাইরাল ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) বুধবার ঢাকার কেরানীগঞ্জ ও ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে জানা গেছে।
গ্রেপ্তার যুবকদের নাম আল আমিন (২৮), আসলাম শিকদার (২৯) ও কবির (২২)।

পুলিশ জানায়, গত ১১ জুলাই সকাল ৬ টার দিকে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামের এক ব্যক্তি ধামরাইয়ের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শ্যামলীর মেরিগোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের কাছে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।
একটি মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী ধারালো চাপাতিসহ অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি ব্যাকপ্যাক ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা এক পর্যায়ে শিমিয়নের পকেট থেকে মোবাইল ফোন বের করে নেওয়ার পাশাপাশি পায়ের জুতা ও টি-শার্ট ছিনিয়ে নেয়।
সিসিটিভি ফুটেজ থেকে এ ছিনতাইয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরদিন শিমিয়ন ত্রিপুরা শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।
ডিবি পুলিশ জানায়, মামলাটির তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। এরপর বুধবার ভোরে কেরানীগঞ্জ ও ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে আল আমিন ও আসলাম শিকদারকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি উদ্ধার করা হয়।
এর আগে ১৪ জুলাই মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কবিরকে। ভাইরাল ছিনতাইয়ে কবির সরাসরি জড়িত না হলেও বিভিন্ন সময়ে ছিনতাইকারীদের কবির অস্ত্রসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করতেন বলে পুলিশের দাবি।
পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেপ্তার করা তিন যুবক শ্যামলীর ছিনতাইয়ে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।