ঘটনাস্থল রাজধানীর সিদ্ধেশরী, এক নারীর ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে প্রাইভেটকারে আসা ছিনতাইকারী। হাতব্যাগ না ছাড়ার কারণে নারীকে গাড়িটির সঙ্গে কিছুটা দূরত্বে টেনে নিয়ে যেতে দেখা যায়। এমন দৃশ্যসহ একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পুলিশ ঘটনার তদন্তে নেমে ভিকটিমের পরিচয় পেলেও ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি।
ভাইরাল ভিডিও ক্লিপটি সিসিটিভির ফুটেজ থেকে সংগ্রহ করা তা বোঝা যায়। সেখানে দেখা যায়, সিদ্ধেশরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে একজন নারী একটি ট্রলিব্যাগ ও হাতব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। একটু পর সেখানে আসে একটি সাদা প্রাইভেটকার।
গাড়িটি গতি কমিয়ে ঠিক নারীর সামনে পৌঁছে। এরপর প্রাইভেট কারের সামনের আসনে বসে থাকা ব্যক্তি গ্লাস নামিয়ে দেয়। গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে ঐ ব্যক্তি নারীর হাতব্যাগ ধরে টান দেয়। ব্যাগসহ নারীকে বেশ কিছুটা টেনে-হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি।
আশেপাশের লোকজন এগিয়ে আসলে প্রাইভেটকারটি চলে যায়। ভিকটিম তখন ট্রলিব্যাগের কাছে ফিরে আসেন। তার হাতে আঘাত লেগেছে, এমনটা বোঝা যায় ভিডিওতে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক এ বিষয়ে বলেন, ‘ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর আমরা অবগত হয়েছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’
ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) মাসুদ আলম টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ভিকটিম আমাদের কাছে অভিযোগ করেননি, তারপরও আমরা ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছি। শনিবার ভোর ৫:৪৫ মিনিটে এ ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।’

পুলিশ এ ঘটনায় ফুটেজের সূত্র ধরে ছিনতাইকারী চক্রটিকে শনাক্তের জন্য মাঠে নেমেছে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে অগ্রগতি আসেনি।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ছিনতাইয়ের শিকার নারী একজন কলেজ শিক্ষিকা। তার নাম ফারহানা আক্তার জাহান। তিনি সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের বাসিন্দা এবং গাজীপুরের বঙ্গবন্ধু সরকারি কলেজে কর্মরত।
শনিবার সকালে কলেজের একটি প্রশিক্ষণে অংশ নিতে তিনি বাসা থেকে বের হন। গাড়ির জন্য অপেক্ষা করার সময় ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় তিনি হাতে গুরুতর আঘাত পেয়েছেন।