ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন

টাইমস রিপোর্ট
2 Min Read
ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত। ছবি: সৌজন্যে

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই সম্মেলন শেষ হয়েছে।

এ সম্মেলনের লক্ষ্য ছিল আন্তবিভাগীয় কোলাবোরেশন জোরদার করা এবং বায়োটেকনোলজি গবেষণা ও প্রয়োগের অগ্রগতি তুলে ধরা। সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান।

তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক অগ্রগতি ও সামাজিক উন্নয়ন এক সঙ্গে এগিয়ে যেতে হবে। মূল প্রবন্ধে তিনি দেশের উঠতি চ্যালেঞ্জগুলো ও দুর্বল গবেষণা অবকাঠামো মোকাবেলায় বুদ্ধিমত্তা, সহনশীলতা এবং লক্ষ্যনিষ্ঠ মানসিকতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ডেটা অ্যান্ড সায়েন্সেস এর ডিন প্রফেসর মাহবুবুল আলম মজুমদার বলেন, বাস্তব সমস্যা সমাধানে জীববিজ্ঞান, প্রযুক্তি ও কম্পিউটেশনাল সক্ষমতা এখন একসঙ্গে কাজ করছে।

ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড বলেন, এই কনফারেন্স ব্র্যাক ইউনিভার্সিটির ফলপ্রসু গবেষণার মাধ্যমে ইতিবাচক প্রভাব তৈরি প্রচেষ্টার একটা অংশ। আমাদের উদ্দেশ্য হলো মেধাপাচার রোধ করে জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক চর্চার একটি সক্রিয় পরিবেশ তৈরি করা।

এই কনফারেন্সটি আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেস এর ডিপার্টমেন্ট অব ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেস এর বায়োটেকনোলজি প্রোগ্রাম।

সম্মেলনের আরেকটি প্রধান লক্ষ্য হলো-সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বায়োটেকনোলজির রূপান্তরমূলক ভূমিকা তুলে ধরা।

আন্তর্জাতিক এ সম্মেলনে বায়োটেকনোলজির বহুমাত্রিক প্রয়োগ নিয়ে আলোচনার জন্য ১৪টি থিমেটিক ট্র্যাক নির্ধারণ করা হয় যেখানে ছিল ১০০টির বেশি গবেষণা প্রেজেন্টেশন। কনফারেন্সে আলোচ্য বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল-স্বাস্থ্যসেবায় উদ্ভাবন, কৃষিভিত্তিক বায়োটেকনোলজি, পরিবেশ টেকসইতা ও কম্পিউটেশনাল বায়োলজি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *