ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে শাপলা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দত্তেরবাজার কুঠুরিঘাটে সংলগ্ন ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাপলা স্থানীয় বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মাঈন উদ্দিনের মেয়ে।
নিখোঁজ দুজন হলো-একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে জুবায়ের হোসেন (৭) ও হাবিব মিয়ার ছেলে আরিফ হোসেন (৭)। তারাও একই মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ জানায়, ছোট নৌকায় পাকুন্দিয়ার চরআলগী থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে গফরগাঁওয়ের বিরই এলাকার মাদ্রাসায় যাচ্ছিলেন সাত শিক্ষার্থী। নৌকাটি দত্তের বাজার কুঠুরিঘাট-সংলগ্ন এলাকা পর্যন্ত গেলে স্রোতে উল্টে যায়। মাঝিসহ অন্য শিক্ষার্থীরা সাঁতরে পাড়ে উঠলেও তিনজন নিখোঁজ হন। পরে জেলেসহ স্থানীয় লোকজন শাপলার মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম ।