বৈরী আবহাওয়ায় ১০ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ

টাইমস রিপোর্ট
1 Min Read
ইলিশ ফেরিঘাট জোয়ার পানিতে প্লাবিত হয়েছে। ছবি: ইউএনবি

স্থল নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উপকূলীয় দ্বীপজেলা ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে, ভোলা-লক্ষ্মীপুরসহ জেলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বার্তাসংস্থা ইউএনবি জানায়, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায়, মঙ্গলবার সকালে ভোলা-লক্ষ্মীপুরসহ জেলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এ সময় ভোলার মেঘনা নদীর পানির চাপ বৃদ্ধি পাওয়ায় ইলিশ ফেরিঘাট প্লাবিত হয়েছে। ফলে, এই ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা ব্যাহত হচ্ছে। ফলে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

দেখা গেছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ট্রলার ও স্পিডবোটে এই নৌ-রুটে যাতায়াত করছেন। এর ফলে যেকোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন ঘাট সংশ্লিষ্টরা।

বিআইডব্লিউটিএ’র ভোলা নদীবন্দরের পরিবহন পরিদর্শক মো. জসিম উদ্দিন জানিয়েছেন, সমুদ্রে ৩ নম্বর ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় ভোলা জেলার ইলিশা থেকে লক্ষ্মীপুর, মনপুরা-ঢাকাসহ অভ্যন্তরীণ ১০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *